মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড (Board of Intermediate & Secondary Education) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে ৪১ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে
চাকরির ধরনঃ | সরকারি চাকরি (Govt Jobs) |
প্রতিষ্ঠানঃ | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা (BISEC) |
পদের নামঃ | একাধিক পদ |
পদের সংখ্যাঃ | ৪১ |
কর্মস্থলঃ | সমগ্র বাংলাদেশ |
বেতনঃ | বাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতাঃ | স্নাতকোত্তর, এইচ.এস.সি/সমমান, এস.এস.সি/সমমান এবং অষ্টম শ্রেণী |
আবেদনের শেষ তারিখঃ | ১৬ অক্টোবর ২০২৩ ইং |
রেটিং দিনঃ |
|
চাকরির বিবরণ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
শূন্যপদ সমুহঃ
১. পদের নামঃ প্রোগ্রামার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ৩৫,৫০০ – ৬৭,০১০/- গ্রেড ৬
২. পদের নামঃ সহকারী প্রোগ্রামার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
৩. পদের নামঃ এসিস্টেন্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
৪. পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৬,০০০ – ৩৮,৬৪০/- গ্রেড ১০
৫. পদের নামঃ সহকারী ক্রীড়া অফিসার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ বিপিএড ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৬,০০০ – ৩৮,৬৪০/- গ্রেড ১০
৬. পদের নামঃ নিরাপত্তা অফিসার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৬,০০০ – ৩৮,৬৪০/- গ্রেড ১০
৭. পদের নামঃ সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৬,০০০ – ৩৮,৬৪০/- গ্রেড ১০
৮. পদের নামঃ ইমাম (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ আলিম পাস।
বেতন স্কেল ও গ্রেডঃ ১১,০০০ – ২৬,৫৯০/- গ্রেড ১৩
৯. পদের নামঃ ড্রাফটম্যান (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১১,০০০ – ২৬,৫৯০/- গ্রেড ১৩
১০. পদের নামঃ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (০২ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ১১,০০০ – ২৬,৫৯০/- গ্রেড ১৩
১১. পদের নামঃ সনদ লেখক (০২ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৭০০ – ২৩,৪৯০/- গ্রেড ১৫
১২. পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (২৪ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৭০০ – ২৩,৪৯০/- গ্রেড ১৫
অভিজ্ঞতাঃ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
১৩. পদের নামঃ গাড়ি চালক (০৩ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৭০০ – ২৩,৪৯০/- গ্রেড ১৫
১৪. পদের নামঃ ইলেকট্রিশিয়ান (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৭০০ – ২৩,৪৯০/- গ্রেড ১৫
আবেদনর শর্তাবলিঃ
১. ০১-১০-২০২৩ তারিখে ক্রমিক ২নং হতে ১৪নং ক্রমিক পর্যন্ত সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বৎসর এবং ক্রমিক নং-১ এ বর্ণিত প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২ . সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩. নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে।
৪. প্রার্থীকে লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ।
৬. কর্তৃপক্ষ পদসমূহ হ্রাস-বৃদ্ধি করতে পারবেন এবং কোনোরকম কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৭. লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত/মনোনীত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নে বর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি দাখিল করতে হবেঃ
- (ক) শিক্ষাগত যোগ্যতার (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতাসহ) সকল প্রকার সনদ/সাময়িক সনদ;
- (খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্র;
- (গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের অনলাইন কপি;
- (ঘ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
- (ঙ) ডাউনলোডকৃত Applicant’s কপি এবং Admit Card এর রঙ্গিন প্রিন্ট কপি।
- (চ) ড্রাইভার পদের ক্ষেত্রে ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি।
৮. নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি ও SMS এ ফি প্রদানের নমুনা পদ্ধতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা-এর ওয়েবসাইটে (www.comillaboard.gov.bd) পাওয়া যাবে।
৯. আগ্রহী প্রার্থীগণ http://bisec.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
১০. একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
১১. অনলাইনে আবেদনের সময় : ২৬-০৯-২০২৩ সকাল ১১.০০ টা থেকে ১৬-১০-২০২৩ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
১২. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
আগ্রহী প্রার্থীরা http://bisec.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলার টি দেখতে এখানে ক্লিক করুন।