বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (Bangladesh Livestock Research Institute) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ০৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক নজরে

চাকরির ধরনঃ সরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)
পদের নামঃ একাধিক পদ
পদের সংখ্যাঃ ২২
কর্মস্থলঃ সমগ্র বাংলাদেশ
বেতনঃ বাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর, এইচ.এস.সি/সমমান এবং অষ্টম শ্রেণী
আবেদনের শেষ তারিখঃ ০৫ অক্টোবর ২০২৩ ইং
রেটিং দিনঃ
5/5 - (3 votes)

চাকরির বিবরণ

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকা এর রাজস্ব খাততভুক্ত নিয়ে বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

শূন্যপদ সমুহঃ

১. পদের নামঃ প্রোগ্রামার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ৩৫,৫০০ – ৬৭,০১০/- গ্রেড ৬

২. পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (০২ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

৩. পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিভিল) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

৪. পদের নামঃ মেডিকেল অফিসার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

৫. পদের নামঃ গ্রাফিক্স ডিজাইনার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১২,৫০০ – ৩০,২৩০/- গ্রেড ১১

৬. পদের নামঃ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১২,৫০০ – ৩০,২৩০/- গ্রেড ১১

৭. পদের নামঃ ল্যাবরেটরি টেকনিশিয়ান (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১১,৩০০ – ২৬,৫৯০/- গ্রেড ১৩

৮. পদের নামঃ ডরমিটরী ম্যানেজার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১০,২০০ – ২৪,৬৮০/- গ্রেড ১৪

৯. পদের নামঃ ক্যাটালগার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১০,২০০ – ২৪,৬৮০/- গ্রেড ১৪

১০. পদের নামঃ ল্যাবরেটরি টেকনিশিয়ান (০২ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৩০০ – ২২,৪৯০/- গ্রেড ১৬

১১. পদের নামঃ হেলথ্‌ এসিস্ট্যান্ট (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৩০০ – ২২,৪৯০/- গ্রেড ১৬

১২. পদের নামঃ সহকারী হিসাব রক্ষক (০৫ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৩০০ – ২২,৪৯০/- গ্রেড ১৬

১৩. পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৩০০ – ২২,৪৯০/- গ্রেড ১৬
অভিজ্ঞতাঃ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।

১৪. পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৩০০ – ২২,৪৯০/- গ্রেড ১৬
অভিজ্ঞতাঃ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।

১৫. পদের নামঃ অফিস সহায়ক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল ও গ্রেডঃ ৮,২৫০ – ২০,০১০/- গ্রেড ২০

১৬. পদের নামঃ এনিম্যাল এ্যাটেনডেন্ট (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল ও গ্রেডঃ ৮,২৫০ – ২০,০১০/- গ্রেড ২০

আবেদনর শর্তাবলিঃ

১. অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান এর সময়সূচিঃ

(ক) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২১.০৯.২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।

(খ) Online এ আবোদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৫.১০.২০২৩ খ্রি: তারিখ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত।

(গ) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে http://blri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীকে তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।

শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে হবে।

বিঃদ্রঃ Applicant’s Copy তে উল্লেখিত সময় অনুযায়ী (অর্থাৎ আবেদন দাখিলের পরবর্তী ৭২ ঘন্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হলো। কাজেই শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় থাকতে আবেদনপত্র জমাদান চূড়ান্ত করার পরামর্শ দেওয়া হলো।

২. বয়সসীমাঃ ২১/০৯/২০২৩ খ্রিঃ তারিখে:

(ক) প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছর হতে হবে (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধী ব্যতীত)।

(খ) মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর।

(গ) মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর।

(ঘ) ২১/০৯/২০২৩ খ্রিঃ তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ (আঠারো) বছর হতে হবে।

(ঙ) প্রার্থীদের বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

(চ) প্রোগ্রামার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

৩. প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য সকল কোটা সরকারি বিধি মোতাবেক প্রতিপালিত হবে।

৪. প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ (এস.এস.সি সনদ অনুযায়ী) ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেইভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখতে হবে।

৫. মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্যান্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

৬. মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনের সময় প্রাপ্ত Applicant’s Copy (রঙ্গিন), সকল শিক্ষাগত যোগ্যতার মূলকপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতার সনদ, স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হতে নাগরিকত্ব সনদের মূলকপি ও আবেদনে উল্লেখিত অন্যান্য সনদপত্র উপস্থাপন করতে হবে এবং ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

৭. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

৮. ক্রমিক ১ থেকে ৪ এ উল্লেখিত পদের জন্য ৬০০ (ছয়শত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬৯ (ঊনসত্তর) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৬৬৯ (ছয়শত ঊনসত্তর) টাকা, ক্রমিক ৫ থেকে ৬ এ উল্লেখিত পদের জন্য ৩০০ (তিনশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৩৫ (পঁয়ত্রিশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৩৩৫ (তিনশত পঁয়ত্রিশ) টাকা, ক্রমিক ৭ থেকে ১৪ এ উল্লেখিত পদের জন্য ২০০ (দুইশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক ১৫ থেকে ১৬ এ উল্লেখিত পদের জন্য ১০০ (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২ (একশত বার) টাকা Applicant’s Copy তে উল্লেখিত নিয়মে যথাসময়ে প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৯. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি Applicant’s Copy তে উল্লেখিত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে এবং SMS এর নির্দেশনা অনুসারে প্রার্থীগণ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

১০. নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোন স্থানে চাকুরি করতে ইচ্ছুক থাকতে হবে।

১১. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১২. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আগ্রহী প্রার্থীরা http://blri.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলার টি দেখতে এখানে ক্লিক করুন।

x
error: উরে বাবা!