তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (PIB) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ডিসেম্বর ২০২৩ ইং পর্যন্ত আবেদন করতে পারবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর বিস্তারিত নীচে দেয়া হলো।

এক নজরে

চাকরির ধরনঃ সরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (PIB)
পদের নামঃ একাধিক
পদের সংখ্যাঃ ২৬
কর্মস্থলঃ সমগ্র বাংলাদেশ
বেতনঃ বাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর, এইচ.এস.সি/সমমান এবং অষ্টম শ্রেণি পাশ
আবেদনের শেষ তারিখঃ ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
রেটিং দিনঃ
3.1/5 - (8 votes)

চাকরির বিবরণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর রাজস্বখাতে নিম্নবর্ণিত শূণ্যপদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://pib.teletalk.com.bd) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন আবেদন গ্রহণ করা হবে না।

শূন্যপদ সমুহঃ

পদের নামঃ অধ্যাপক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ৫০,০০০ – ৭১,২০০/- গ্রেড ৪

পদের নামঃ প্রশিক্ষক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ৩৫,৫০০ – ৬৭,০১০/- গ্রেড ৬

পদের নামঃ সহকারী সম্পাদক (প্রকাশনা) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ৩৫,৫০০ – ৬৭,০১০/- গ্রেড ৬

পদের নামঃ সহকারী প্রশিক্ষক (০২ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

পদের নামঃ গবেষক (০৪ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

পদের নামঃ সহ-সম্পাদক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

পদের নামঃ অংকন শিল্পী (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

পদের নামঃ প্রতিবেদক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯

পদের নামঃ সম্পাদনা সহকারী (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৬,০০০ – ৩৮,৬৪০/- গ্রেড ১০

পদের নামঃ সংশোধক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১১,০০০ – ২৬,৫৯০/- গ্রেড ১৩

পদের নামঃ কম্পিউটার অপারেটর (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল ও গ্রেডঃ ১১,০০০ – ২৬,৫৯০/- গ্রেড ১৩

পদের নামঃ ড্রাইভার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৭০০ – ২৩,৪৯০/- গ্রেড ১৫

পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৯,৩০০ – ২২,৪৯০/- গ্রেড ১৬

পদের নামঃ ডেচপাচ রাইডার (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৮,৮০০ – ২১,৩১০/- গ্রেড ১৮

পদের নামঃ অফিস সহায়ক (০৭ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৮,২৫০ – ২০,০১০/- গ্রেড ২০

পদের নামঃ পরিছন্নতাকর্মী (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।
বেতন স্কেল ও গ্রেডঃ ৮,২৫০ – ২০,০১০/- গ্রেড ২০

আবেদনর শর্তাবলিঃ

১. আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

  • (ক) ১৯ নভেম্বর ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • (খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক (√) চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই সকল শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
  • (গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  • (ঘ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • (ঙ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
  • (চ) ‘জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা থেকে ০৪ অক্টোবর, ২০১৮ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮.২৭৬ নং পরিপত্রে ৯ম গ্রেড ও তদুর্দ্ধ (পুর্বতন ১ম শ্রেণী) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণী) পদ সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করায় যথাযথভাবে তা অনুসরণ করা হবে।
  • (ছ) কম্পিউটার অপারেটর পদে ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
  • (জ) অনলাইন ব্যতিত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • (ঝ) নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • (ঞ) গত ০৬.১২.২০১৬ তারিখের ১৫.৬২.০০০০.০০২.১৮.০০.১৬-৫৮১ ও ৫৮২ নং, ৩১.০৫.২০১৭ তারিখের ১৫.৬২.০০০০.০০২.১৮.০৩(৮).১৭-১৩২৫নং এবং ০৭.০৭.২০২০ তারিখের ১৫.৬২.০০০০,০০২.১৮.০৩(৮).২০-১১নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

২. Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pib.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬.১১.২০২৩ তারিখ সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪.১২.২০২৩ তারিখ বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানঃ

অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন করা প্রার্থী User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পন্‌ন কালো / সম্পন্ন সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ০১ হতে ০৮ নম্বর পর্যন্ত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬৯ (ঊনসত্তর) টাকাসহ সর্ব মোট ৬৬৯/- (ছয়শত উনসত্তর) টাকা (অফেরৎযোগ্য), ক্রমিক নম্বর ০৯ পদের জন্য ৫০০/- (ছয়শত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৫৮ (আটান্ন) টাকাসহ সর্ব মোট ৫৫৮/- (পাঁচশত আটান্ন) টাকা (অফেরৎযোগ্য), ক্রমিক নম্বর ১০ হতে ১৩ নম্বর পর্যন্ত পদের জন্য ২০০/- (ছয়শত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ সর্ব মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরৎযোগ্য), এবং ক্রমিক নম্বর ১৪ হতে ১৬ নম্বর পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ সর্ব মোট ১১২/- (একশত বার) টাকা (অফেরৎযোগ্য), অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: PIB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PIB ABCDEF
Reply : Applicant’s Name, TK 669 / 558 / 223 / 112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type PIB <Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: PIB <Space> Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PIB YES 12345678 and send to 16222
Reply: Congratulations Applicant’s Name, payment Completed Successfully for PIB Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pib.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে: PIB <Space> Help< Space > USER < Space > User ID & Send to 16222.
Example: PIB Help User ABCDEF & Send to 16222.
PIN Number জানা থাকলে: PIB<Space>Help<Space>PIN<Space> PIN No & Send to 16222.
Example: PIB Help PIN 12345678 & Send to 16222.

(ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

(ঞ) পত্রিকাছাড়াও পিআইবি’র ওয়েবসাইট www.pib.gov.bd এর নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/pib ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ড হতে জানা যাবে।

(ট) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: PIB, Post Name ****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

(ঠ) ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

৩. প্রার্থীর যোগ্যতা যাচাইঃ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

  • (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
  • (খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
  • (গ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
  • (ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
  • (ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;
  • (চ) Online এ পূরণকৃত আবেদনপত্রর কপি (Applicant’s copy);

৪. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

***শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আগ্রহী প্রার্থীরা http://pib.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

x
error: উরে বাবা!