নিয়োগ ডেক্স/ঢাকাঃ ব্রাইট রিভার বাংলাদেশ লি. তদের প্রতিষ্ঠানের ১০০ টি শূন্যপদে গ্রাফিক ডিজাইনার (Adobe Photoshop) নিয়োগের উদ্দেশ্যে ২১ সেপ্টেম্বর ২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রার্থীকে যেসব কাজের দায়িত্ব পালন করতে হবে –
প্রধানত ফটোশপ সিসি ব্যবহার করে প্রদত্ত নির্দেশাবলীর উপর ভিত্তি করে চিত্র সম্পাদনা। তাকে অবশ্যই জানতে হবে কিভাবে ডিজিটালভাবে নিচের মত ছবিগুলো প্রসেস করতে হয়। ক্লিপিং পাথ, মাল্টি-পাথ, মাস্কিং (পণ্য, মডেল), অদৃশ্য মানুষ, ছায়া (তৈরি এবং প্রাকৃতিক), রিটাচ এবং রঙ সংশোধন (পণ্য, মডেল)। রোস্টার ভিত্তিতে নাইট শিফট সহ বিভিন্ন শিফটে কাজ করতে সক্ষম হতে হবে।
আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্রাইট রিভার বাংলাদেশ লি. গ্রাফিক ডিজাইনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিস্তারিত বিবরণ, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা, আবেদন পদ্ধতি চাকরির খবর (নিয়োগ বিজ্ঞপ্তি) অফিসিয়াল অ্যাপে দেয়া হয়েছে। অনুগ্রহ করে চাকরির খবর (নিয়োগ বিজ্ঞপ্তি) (Chakrir Khobor) অফিসিয়াল অ্যাপটি Google Play থেকে ডাউনলোড করুন।
প্রতিদিনের চাকরির খবর পেতে অফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের পাশাপাশি আমাদের Facebook Page, Facebook Group এ নিয়মিত চোখ রাখুন।