নিয়োগ ডেক্স/ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ যোগ্য বাংলাদেশি নাগরিকদের (নারী) নিকট হতে চুক্তিভিত্তিক ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করছে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BBAL Job Circular 2022
চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ
অফিসিয়াল সাইটঃ www.biman.gov.bd
আবেদনযোগ্য জেলাঃ নিম্নে বর্ণিত
চাকরির ধরনঃ সরকারি
পদের সংখ্যাঃ ০১ টি পদে ১০০ জন
বয়সের সীমাঃ ১৯-২৫ বছর
আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি
আবেদনের শেষ সময়ঃ ১৮-১০-২০২২ ইং
আবেদনের করা যাবেঃ অনলাইনে
আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন
শূন্যপদ
পদের নাম: ফ্লাইট স্টুয়ার্ডেস
পদ সংখ্যা: ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
বয়স: ১৯-২৫ বছর (১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে)
আবেদন শুরুর সময়: ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২২ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
ক) ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান
গ্রহণযোগ্য নয় ।
খ) ফলাফল: ন্যুনতম জিপিএ ৩.০ (৫.০ এর মধ্যে) (এসএসসি এবং এইচএসসি অথবা সমমান)। ডিপ্লোমা
ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যুনতম সিজিপিএ ২.৮ (8 এর মধ্যে) থাকতে হবে।
গ) “ও’ লেভেলে গড়ে যে কোন ৫টি বিষয়ে এবং “এ’ লেভেলে গড়ে যে কোন ২টি বিষয়ে ন্যুনতম “ডি” থাকতে
হবে।
ঘ) উচ্চতা: সর্বনিয় ১৬১ সে.মি; ওজন উচ্চতার সাথে সামঞ্স্যপূর্ণ (বিএমআই: ১৮.৫-২৫.০)।
ঙ) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে ।
চ) দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।
ছ) বয়স: ১৯-২৫ বছর (১৯-০৯-২০২২ খ্রিঃ তারিখে), এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
জ) GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
ঝ) সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার
শিখতে হবে।
বেতন ও ভাতাঃ
ক) বেতন স্কেল: টাঃ ১৫,৯০০/- ——–+৩৮১৪০০/- এবং আনুষঙ্গিক ভাতাদি।
খ) উৎসব ভাতা ।
গ) দেশে ও বিদেশে প্রশিক্ষণ ।
ঘ) বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা ।
ঙ) উন্নত চিকিৎসা সুবিধা ।
চ) ইউনিফর্ম ভাতা ।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন