নিয়োগ ডেক্স/ঢাকাঃ সান ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ তাদের প্রতিষ্ঠানে ৪টি শূন্য পদে ফিল্ড ম্যানেজার নিয়োগের জন্য ২১ জুলাই ২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রার্থীকে নিম্ন বর্ণিত কাজের দায়িত্ব পালন করতে হবে।
ফিল্ড অডিট করা, ফিল্ড সুপারভাইজ, বিল কাল গ্রুপ, কম্পিউটারে সংরক্ষণ করা। অবশ্যই কম্পিউটার বেসিক কাজ জানতে হবে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিংয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)। এসএসএসএস/ এইচএসএস/ডিগ্রি পাশই আবেদন করতে পারবে। ফুল টাইম কাজ করতে হবে।।১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগের পর দক্ষিণ কেরানীগঞ্জ চাকরি করতে হবে।
বেতন- টাকা ১০০০০ (মাসিক)। পর্যালোচনা সাপেক্ষ বেতন বৃদ্ধি হতে পারে। অন্যান্য সুবিধা- মোবাইল বিল। বেতন পর্যালোচনা: বার্ষিক। উৎসব বোনাস: ২।
সাক্ষাত্কারে পদব্রজে ভ্রমণ
যোগাযোগ করুন
01682897602
আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২২
কোম্পানির তথ্য
সান ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ
ঠিকানা: উত্তর শুভাধ্যায়, হাবিবনগর রোড, হাতেম মিয়া বাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা